ই-কমার্স উদ্যোক্তা গড়ে তুলতে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে বাণিজ্য মন্ত্রণালয়-ই-ক্যাব

ই-কমার্স উদ্যোক্তা গড়ে তুলতে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে বাণিজ্য মন্ত্রণালয়-ই-ক্যাব

বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্স অ্যাসোসিয়েশন (ই-ক্যাব) যৌথভাবে বাংলাদেশ দেশে ই-কমার্স উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নিয়ে একটি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছে।

ই-ক্যাবের সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) উদ্যোগে প্রশিক্ষণটি দেওয়া হবে।

আগামী ফেব্রুয়ারি থেকে ‘ই-বাণিজ্য করব, নিজের ব্যবসা গড়ব’ শিরোনামে প্রশিক্ষণ প্রকল্পটি শুরু হবে।

ই-ক্যাবের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগেই এই ঠিকানায় আবেদন করতে হবে । সেখান থেকে নির্বাচিতদের নিয়ে দুটি ব্যাচে এই প্রশিক্ষণ শুরু হবে।

অংশগ্রহণকারীদের বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণার্থীরা দৈনিক ভাতা, খাবারসহ অন্যান্য সুযোগ সুবিধাসহ প্রশিক্ষণ শেষে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি সনদ দেয়া হবে।

তিনি আরও বলেন, দেশের অনেক ব্যবসায়ি আছেন যারা তাদের ব্যবসাকে ই-কমার্সে আনতে চান। তাদের লক্ষ্য করেই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তমাল বলেন এটি একটি চলমান প্রশিক্ষণ কার্যক্রম। এই কর্মসূচীর অধীনে আমরা অন্তত পাঁচ হাজার জনকে প্রশিক্ষণ দেবো। আগামী মাসে দুটি ব্যাচে ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

যারা ই-কমার্স ব্যবসা করছেন, ই-কমার্স প্রতিষ্ঠানে কাজ করছেন, নিজেদের ব্যবসাকে ই-কমার্সে পরিণত করতে চান বা ই-কমার্স করতে আগ্রহী এরকম যেকোনো ব্যক্তি প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নারী আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

ঢাকায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ১১ দিনের এই প্রশিক্ষণ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *