বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের অধীনে “তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” প্রকল্পের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য “ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এ্যান্ড এ্যাপলিকেশন প্যাকেজ” কোর্র্সের তৃতীয় ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।আজ রোববার সকালে শহরের কমলাপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হলরুমে আঞ্চলিক পরিচালক সনৎ কুমার দাস প্রশিক্ষণার্থীদের হাতে এ সনদ তুলে দেন।
এ সময় কম্পিউটার প্রশিক্ষক মো. আশরাফুল ইসলাম, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো প্রমূখ উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় কম্পিউটার বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ নেয়া ২০ শারীরিক প্রতিবন্ধীকে ২০ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম